হুমায়ূন রশিদ,টেকনাফ(৩ জুলাই) :: টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের বাঁধায় এক প্রবাসীর মেয়ে ও স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়ে গেছে।
জানা যায়,৩ জুলাই দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসনের একটি টিম উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার সৌদি প্রবাসী হাজী মনসুর আলমের মেয়ে ও শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী নাজমা আক্তার লাকী (১৪)এর বিয়ের আয়োজনের ঘটনাস্থল পরিদর্শন করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর তাকে স্কুলে নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।
উল্লেখ্য,তাকে পারিবারিক সম্মতিতে উখিয়া উপজেলার জালিয়াপালংস্থ মনখালীর হাজী নুরুল বশরের পুত্র নুরুল আমিনের সাথে বিয়ে দেওয়ার জন্য কথা-বার্তা ঠিক হয়। টেকনাফ উপজেলা প্রশাসনের এই ভূমিকার কারণে একটি মেয়ে বাল্য বিবাহের কবল থেকে রেহাই পেল।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta