হুমায়ূন রশিদ,টেকনাফ(২৫ মে) :: টেকনাফে বঙ্গবন্ধু (ছেলে) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব (মেয়ে) গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় (ছেলেদের) সাবরাং হারিয়াখালী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও (মেয়েদের) টেকনাফ সদরের পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
২৫মে বিকাল ৩টায় টেকনাফ উপজেলা আদর্শ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (ছেলেদের ক্যাটাগরিতে) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০গোলে হ্নীলা মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে (মেয়েদের ক্যাটাগরিতে) বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০গোলে হ্নীলা মৌলভী বাজার সরকারী প্রাইমারীর মহিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ বোসের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ,উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জসিম উদ্দিন টিপু। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কানন কুমার কালা। সহকারী রেফারী ছিলেন আব্দুল খালেক আল গণি ও রাশেদুল আলম। এতে ধারা ভাষ্যকার ছিলেন শিক্ষক জায়নুল আবেদৗন।
উল্লেখ্য টেকনাফে গত ৯মে থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ-গ্রহণ করেন।
Posted ১০:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy