হুমায়ূন রশিদ,টেকনাফ(২৫ জুন) :: টেকনাফের হ্নীলায় বসত-ভিটা বিরোধ নিয়ে চাচা পক্ষের হামলায় ভাতিজাসহ ৪জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অটোরিক্সা গ্যারেজ। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়,২৫ জুন বিকাল সাড়ে ৩টায় হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলের মৃত বাঁচা মিয়ার পুত্র আব্দুল খালেক প্রকাশ বোধূলী,তার পুত্র মোঃ রফিক উল্লাহ, আলতাজ আহমদ, তার শালা বশিরার পুত্র মোঃ মিন্টু ও কালাপুয়াসহ ১০/১২জন মিলে দা,কিরিচ ও লাঠি-সোটা নিয়ে বসত-ভিটা বিরোধের জেরধরে অর্তকিতভাবে বাড়িতে ঢুকে তারই ভাতিজা আবু বক্করের পুত্র মোঃ আমির হোসেন (১৮)কে মারধর করতে থাকে।
এসময় খবর পেয়ে মা নুর আয়েশা ও ভাই ঈমান হোসেন,নুর হোসেন বাঁধা দিতে গেলে এলোপাতাড়ি হামলায় ৪জনই গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এসময় অটো রিক্সা রাখার গ্যারেজ ভাংচুর করা হয়। উপস্থিত লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে হ্নীলা হাসপাতাল হয়ে উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে রক্তাক্ত আমির হোছনের ভাই জাকির হোছন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta