হুমায়ূন রশিদ,টেকনাফ(২৭ ডিসেম্বর) :: টেকনাফ সড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছে। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়,২৭ডিসেম্বর ভোররাত ২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের হ্নীলাস্থ লেদা পশ্চিমপাড়ার মৃত গোলাম শরীফের পুত্র নুর মোহাম্মদ (৭৮) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়ে, ৪ ভাই, ২ বোন ও নাত-নাতনী রেখে গেছেন। বাদে আছর তাকে স্থানীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
উল্লেখ্য,গত ২৫ ডিসেম্বর সকাল ৭টারদিকে ফজরের নামাজ আদায় করে রাস্তায় হাঁটার সময় জাদিমোরার সাবেক মেম্বার আবুল মঞ্জুরের মালিকাধীন পর্যটকবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শরণার্থী ক্যাম্প হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রামে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Posted ৯:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta