হুমায়ুন রশিদ,টেকনাফ(২ জুন) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২লক্ষ ১০হাজার ২৪পিস ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে।
সুত্র জানায়,২জুন সকাল সাড়ে ১১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডার মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল জওয়ান সাবরাং নয়াপাড়া নানার প্রজেক্ট সংলগ্ন নাফনদীতে বিশেষ টহল দেওয়ার সময় ৩জন লোক বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ধাওয়া করে সাবরাং নয়াপাড়ার আলী মিয়ার পুত্র জুবাইদুল্লাহ (১৮) ও মোহাম্মদ হোছাইনের পুত্র মোঃ ওসমান (১৮)কে আটক করে তাদের দেহ তল্লাশী করে ১০হাজার ২৪পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় স্থানীয় মোহাম্মদ আলমের পুত্র কালা আকবর (৩৬)কে পলাতক আসামী সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
অপরদিকে ভোররাত ৪টারদিকে দমদমিয়া বিওপির বিশেষ টহল দলের সদস্যরা পাশ্ববর্তী নাফনদীর ৪ ও ৫নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬কোটি টাকা মূল্যের ২লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।
তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম মোঃ আরিফুল ইসলাম জানান।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy