টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দীন খান জানান, ১৫ মে সোমবার দুপুর ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম, দিবাকর রায় ও জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ইউপি সদস্য মোঃ জামালের বাড়ীর পিছনে পুকুর পাড় সংলগ্ন মরিচ ক্ষেত এলাকায় ইয়াবার বড় চালান এনে লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মরিচ ক্ষেতের মাঠির গর্তে লুকায়িত অবস্থায় ৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার প্যাকেট সমূহ টেকনাফ থানায় নিয়ে এসে তা খুলে গণনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানায়।
ওসি আরও জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচেছ। তবে টেকনাফ থেকে ইয়াবা নির্মূলে পুলিশ নিরলস কাজ চালিয়ে যাচেছন। ইয়াবা ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta