হুমায়ূন রশিদ,টেকনাফ(২৫ মে) :: টেকনাফের হ্নীলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহবান জানিয়েছেন।
জানা যায়,২৫মে বাদে আসর হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসা হতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার এক স্বাগত মিছিল বের হয়ে বাসষ্টেশনের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ তৈয়ুব আরমানের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রটারী হাফেজ এনামুল হক মনজুরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আলী আহমদ,বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রাশেদ আনোয়ার,উপজেলা সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক নিজামী,সেক্রেটারী মাওঃ ইসমাইল কাসেমী প্রমুখ।
এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক´বাজার জেলার সাবেক সহসভাপতি ও সংবাদকর্মী মুহাম্মদ জুবাইর, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আবদুল খালেক জিহাদী,দপ্তর সম্পাদক মাওঃ নুর হোসাইন ফাহিম,অর্থ সম্পাদক হাফেজ জসিম উদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ ইমাম হোসাইন, আইনবিষয়ক সম্পাদক শেখ সাইফ উদ্দীন,বামুক টেকনাফ উপজেলা সেক্রেটারী জিয়াইল হক, ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা আহবায়ক হাজী মোঃ ইসমাঈল,সদস্য সচিব হাফেজ কবির আহমদ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা সভাপতি হাফেজ আখতার কামাল,সেক্রেটারী মোঃ রফিক প্রমুখসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা মাহে রমজানের আগে সুপ্রীম কোর্টের মূর্তি সরিয়ে না নেওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন,আগামী ১৭রমজান পীর সাহেব চরমোনাইর দেশব্যাপী কর্মসুচী রয়েছে। সেখান থেকে যে কর্মসূচী আসবে সবাইকে অংশ গ্রহন করে ঈমানী দায়িত্ব পালনের আহবান জানান।
এছাড়া সরকার ও জনগণের কাছে রমজানের পবিত্রতা রক্ষায় সহযোগিতা কামনা করেন। সকল প্রকার অশ্লীলতা,বেহায়াপনা বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
Posted ১০:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta