হুমায়ূন রশিদ,টেকনাফ(১২ জুন) :: টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার র্যাব-৭এর একটি দল।
যায়,১২জুন দুপুরে কক্সবাজার র্যাব-৭ এর মেজর রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফের হোয়াইক্যং দক্ষিণ কাঞ্জরপাড়ায় অভিযান চালিয়ে বিক্রির জন্য মওজুদ করা ৮৯লক্ষ ৮৫হাজার টাকার ২৯হাজার ৯শ ৫০পিস ইয়াবা বড়িসহ পেটান বকসুর পুত্র মোঃ জাফর আলম (৪৫)কে আটক করে।
আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার স্থানীয় জনসাধারণ থেকে এই অভিযানের ব্যাপারে অবহিত হয়েছেন জানান।
উল্লেখ্য উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিসহ শক্তিশালী কয়েকটি গ্রুপ ইয়াবা বাণিজ্য চালিয়ে আসছিল।
Posted ১১:০২ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta