হুমায়ূন রশিদ,টেকনাফ(৭ জুন) :: টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিক ও ডিবি পুলিশের উপর হামলা মামলার অজ্ঞাতনামা আসামী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর পিতা এজাহার মিয়াকে আটক করেছে পুলিশ।
জানা যায়,৭জুন সকালে টেকনাফ মডেল থানার একদল পুলিশ টেকনাফ পৌরসভার কুলালপাড়া মোড় হতে অভিযান চালিয়ে সাংবাদিক ও ডিবি পুলিশের উপর হামলা মামলার আসামী মৃত নজু মিয়ার পুত্র এজাহার মিয়া (৬০)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন নিশ্চিত করেন।
উল্লেখ্য গত বছরের ১৩মে কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল,তার ক্যামেরাপার্সন ফয়েজ,ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু,তার ক্যামেরাপার্সন শরীফ,৭১টিভির ক্যামেরাপার্সন বাবু কান্তিকে এলোপাতাড়ি কুপিয়ে ও হামলা চালিয়ে আহত ও রক্তাক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা গডফাদার ও সন্ত্রাসী বাহিনী প্রধান নুরুল হক ভূট্টো ও তার বাহিনী।
এই ঘটনায় গত বছরের ১৫মে বিকালে ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুবাদী হয়ে ইয়াবা গডফাদার টেকনাফের নাজির পাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে নুরুল হক ভূট্টোকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১৯জন ও অজ্ঞাতনামা ১০/১৫জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা করেন।
অপরদিকে কয়েক সপ্তাহ আগে এনামুল হক মেম্বারের বাড়িতে ডিবি পুলিশ অভিযানে গেলে হামলা চালিয়ে ডিবি পুলিশের ৫সদস্যকে আহত এবং গাড়ি ভাংচুর মামলায় তাকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
Posted ১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta