হুমায়ূন রশিদ,টেকনাফ(২৪ মে) :: টেকনাফের হ্নীলায় সড়ক দূঘর্টনায় একই পরিবারের স্কুল পড়–য়া এক শিশুসহ ২জন নিহত হয়েছে।
জানা যায়,২৪মে বিকাল ৫টারদিকে উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা মৌলভী বাজার নয়াব্রীজের উত্তর পার্শ্বে খারাংখালী গোদার পাড়ের দুই মেয়ে নাইক্ষ্যংখালী প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী নাহিমা আক্তার (৮) ও তার বোন আয়েশা ছিদ্দিকা (২) উত্তর মৌলভী বাজারের ফুফা নাগু মিয়ার পুত্র আব্দুল্লাহর বাড়ি হতে ফেরার পথে উক্ত স্থানে পৌঁছে।
এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মাইক্রো (ঢাকামেট্টো-গ-২০-০৬২০)সামনের দিক হতে টেকনাফগামী একটি ডাম্পারকে সাইট দিতে গিয়েই মাইক্রো বাসটি অসাবধানতাবশত শিশুদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মৎস্য ঘেরে পড়ে যায়। তখন ডাম্পারটি দ্রুত পালিয়ে যায়।
পার্শ্ববর্তী পথচারী এক মহিলা এই ঘটনা দেখে চিৎকার করলে মাইক্রোতে থাকা চালকসহ ৪ব্যক্তি পালিয়ে যায। লোকজন উপস্থিত হতেই ঘটনাস্থলে স্কুল ছাত্রী নাহিমা আক্তার (৮) মৃত্যুকোলে ঢলে পড়ে।
তার ছোট বোন আয়েশা ছিদ্দিকাকে উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে হোয়াইক্যং এলাকায় পৌঁছলে মৃত্যুবরণ করে। এই খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাতেই নিহত দুই শিশুকে দাফনের প্রস্তুতি চলছে। এক সাথে একই পরিবারের দুই শিশু নিহতের ঘটনায় পুরো পরিবার শূন্য হয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৮:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta