হুমায়ূন রশিদ,টেকনাফ(৪ জুন) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে খালাসের সময় ৪কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৪০হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করেছে। সম্পৃক্ত ইয়াবা গডফাদারদের বিরুদ্ধে পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়,৪জুন ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার মোঃ আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল দল নিয়ে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন দক্ষিণে নাফনদীর কিনারায় অবস্থান নেয়।
এসময় ৩/৪জন লোক কয়েকটি বড় পুটলা নিয়ে লবণ মাঠ দিয়ে আলীখালী এলাকার দিকে যাওয়ার পথে বিজিবি জওয়ানেরা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে দুইটি পুটলা ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়। বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে পুটলা দুইটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ১লাখ ৪০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে অধিনায়ক লেঃ কর্ণেল এসএমআরিফুর রহমান নিশ্চিত করেন। উল্লেখ্য বিগত কিছুদিন পূর্বে টেকনাফ মডেল থানা পুলিশ আলীখালী এলাকা হতে দিন-দুপুরে অভিযান চালিয়ে ৩বস্তা ইয়াবা বড়ির চালান জব্দ করেন।
এই ঘটনার পরও উক্ত এলাকার স্বরাষ্ট্র -মন্ত্রালয়ের তালিকাভূক্ত এবং চিহ্নিত ইয়াবা গডফাদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় এই চক্রটি আবারো ইয়াবা বড় বড় চালান এনে মওজুদের পর বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নেওয়ার সময় বিজিবি জওয়ানদের হাতে আটক হল। বিশ্বস্থ একটি সুত্র দাবী করছে এই ইয়াবার চালানটি বর্তমান আলীখালীর প্রভাবশালী ব্যক্তির ছিল। কিন্তু স্বাক্ষী প্রমাণের অভাবে ঐ ব্যক্তির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ইয়াবা চোরাচালান দমনে কক্সবাজারে প্রধানমন্ত্রী,টেকনাফে আইজি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়াবা চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করলেও কোন শক্তি বা যোগ-সাজশের কারণে বিভিন্ন পয়েন্ট দিয়ে বড় ধরনের ইয়াবা চালান খালাসে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta