হুমায়ুন রশীদ,টেকনাফ(১০ জুলাই) :: কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফে ৩ কোটি ৩০ লক্ষ টাকার একলক্ষ ১০ হাজার পিস ইয়াবা সহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। ইয়াবাসহ ধৃত পাচারকারীরা হলেন মোঃ আয়াত (২০), পিতা- আবুল বাশার এবং (২) মোঃ মামুনুল (২৫), পিতা-মৃত মকবুল আহম্মেদ। তারা উভয়েই মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার সুধাপাড়া গ্রামে।
নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে পাচার করার অপরাধে মামলা দায়ের করে জব্দ ইয়াবাসহ আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে পরিচালক এস এম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান,১০ জুলাই ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি চালান টেকনাফ ইউপিস্থ দক্ষিণ জালিয়াপাড়া লবন মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোমবার রাত ৮ টায় দ্রুত উক্ত স্থানে পৌঁছে দুইজন লোককে পিঠের সাথে কাপড় দ্বারা মোড়ানো পলিথিনের ব্যাগ প্যাচানো অবস্থায় আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে।
আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বর্ণিত ব্যক্তিগণ তাদের সাথে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে টহলদল দুইজন ইয়াবা পাচারকারীকে তাদের সাথে থাকা আরও দুইটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিদের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট হতে প্রাপ্ত তিনটি ব্যাগ তল্লাশী করে ৩ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যমানের এক লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
পরে ধৃতদেরকে নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta