হুমায়ূন রশিদ,টেকনাফ(১৭ মে) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লক্ষ ২০হাজার ইয়াবা বড়িসহ ১জনকে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,গত ১৬মে টেকনাফ ২বিজিি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম সর্ঙ্গীয় টহল নিয়ে নাফনদীর কিনারায় টহল দল নিয়ে অবস্থান নেন।
রাত ১১টারদিকে ৩জন লোক পলিথিন মোড়ানো ব্যাগ নিয়ে টহল দলের সামনে এলে প্যাকেটসমুহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানেরা ধাওয়া করে টেকনাফ সদরের ডেইল পাড়ার ক্ষেতের বিলের মৃত অনন্ত কুমার শীলের পুত্র রাজু শীল (৪০)কে আটক করে।
ঘটনাস্থল হতে উদ্ধার করা ইয়াবা বড়ির চালান ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬কোটি ৬০লক্ষ মূল্যমানের ২লক্ষ ২০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এই ঘটনায় ১৭মে সকালে কুতুবদিয়া বড়ঘোপের আলী আকবর ডেইলের মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ আজিজ (২৫) ও টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোঃ গুরা মিয়ার পুত্র মোঃ ইমাম হোসেন (২৩)কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta