হুমায়ূন রশিদ,টেকনাফ(১৮ জানুয়ারী) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, গত ১৮ জানুয়ারী রাত ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপির নাঃ সুবেঃ মোঃ শাহ আলম নিয়মিত টহলে গিয়ে উনচিপ্রাং খালেরমুখে টহলদল দেওয়ার সময় একটি নৌকা বাংলাদেশ সীমান্তে এসে এক ব্যক্তিকে নামিয়ে দিয়ে চলে যায়।
নামিয়ে দেওয়া ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ জাফর আলম (৩০) কে আটক করে। তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৬০ লক্ষ টাকার ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে একটি মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।
Posted ৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta