হুমায়ুন রশীদ,টেকনাফ(২০ মে) :: কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দোস্ত মোহাম্মদ (২০) নামে এক মিয়ানমার রোহিঙ্গাকে আটক করেছে।
আটক রোহিঙ্গা মিয়ানমারের মংডুর ডেইল পাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে। আটক রোহিঙ্গাকে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে সাবরাং দেড় নং স্লুইস গেইট সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশের গোপন সংবাদে শনিবার বিকাল ৪টার দিকে দমদমিয়া বিওপির জওয়ানরা নাফ নদে ওৎ পেতে থাকে।
এক পর্যায়ে নৌকাযোগে নাফ নদ পেরিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানরা পাচারকারীদের চ্যালেঞ্জ করলে অপরাপর পাচারকারীরা কেওড়া বাগানে পালিয়ে গেলেও বস্তাভর্তি ইয়াবাসহ দোস্ত মোহাম্মদকে আটক করে।
পরে বস্তায় ৯৯ হাজার ৬৬৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. আবু রাসেল ছিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ২:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta