হুমায়ুন রশীদ,টেকনাফ(১৩ আগস্ট) :: কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
১৩ আগস্ট রবিবার রাত আড়াই টায় টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নেটংপাড়াস্থ বরফকল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের নেটংপাড়াস্থ বরফকল এলাকা দিয়ে ঢুকছে এমন তথ্য পেয়ে শুক্রবার রাতে টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
তিনি জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জনপাচারকারীরা দুইটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।যার বাজার মূল্য ৩ কাটি টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
Posted ১২:১২ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta