হুমায়ূন রশিদ,টেকনাফ(১২ জুলাই) :: টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫কোটি ৯৬লক্ষ ৭১হাজার ৮শ টাকা মূল্যের ১লক্ষ ৯৮হাজার ৯শ ৬পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের অনুপ্রবেশকারী এক নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়,গত ১১জুলাই সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান (বিজিবিএম,পিবিজিএমএস) মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ সদরের আলুগোল্লা স্লূইচ গেইট সংলগ্ন নাফনদীর কেওড়া বনে অবস্থান নেয়।
রাত ১০টারদিকে একব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে চ্যালেঞ্জ করামাত্র বস্তাটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার সুধাপাড়ার মোঃ সোলতানের পুত্র মোঃ রফিক (৩৫)কে আটক পূর্বক বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫কোটি ৯৬লক্ষ ৭১হাজার ৮শ টাকা মূল্যের ১লক্ষ ৯৮হাজার ৯শ ৬পিস ইয়াবা বড়ি পায়।
ধৃত আসামীকে নিষিদ্ধ মাদক ইয়াবা বড়ি বহন ও বিক্রির জন্য আনা এবং অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে পৃথক দুইটি মামলা দায়েরের পর আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta