হুমায়ুন রশীদ,টেকনাফ(৯ জুন) :: কক্সবাজারের মাদক অধ্যূষিত শহর টেকনাফের নাফ নদী থেকে ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবার একটি চালান আটক করেছে বর্ডার গার্ড ২ বিজিবি সদস্যরা।
৯ জুন শুক্রবার বিকাল ৪টার দিকে নাফ নদীর ৪ নং সুইস গেইট থেকে এই চালানটি আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার টেকনাফ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের সংবাদে নাফ নদীর কেওড়া বাগানে অবস্থান নেয়।
এসময় নাফ নদী দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যদের আসতে দেখে দুটি বস্তা ফেলে পাচারকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।পরে বস্তা দুটি থেকে ২ লাখ পিচ ইয়াবা জব্ধ করা হয়।যার বাজার মূল্য ৬ কোটি টাকা।আটক ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।
Posted ২:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta