হুমায়ূন রশিদ,টেকনাফ(২২ আগষ্ট) :: টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে এক লক্ষ টাকা মূল্যের ২ক্যান বিয়ার জব্দ করেছে।
সুত্র জানায়,গত ২১আগষ্ট রাত ১০টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ জাফর ঈমাম সজীবের নেতৃত্বে সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে কেরুনতলী খালে অভিযানে যায়।
কিছুক্ষণ পর দুই লোক দুইটি বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে থামতে বললে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি।
পরে বস্তা দু’টি তল্লাশী করে ১লক্ষ টাকা মূল্যের ২শ ক্যান আন্দমান গোল্ড বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
Posted ১১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta