হুমায়ূন রশিদ,টেকনাফ(২১ মে) :: টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে বিয়ার ও গাঁজা জব্দ করেছে।
সুত্র জানায়, ২১মে ভোররাত দেড়টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার ল্যাফটেন্ট নুরুজ্জামান শেখ (এক্স) বিএন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নাফনদীর কেরুনতলী কিনারায় টহল দেওয়ার সময় দুই ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে স্থলেরদিকে উঠতে দেখে চ্যালেঞ্জ করে ধাওয়া করেন।
তখন বস্তা ২টি ফেলে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ৯৬হাজার টাকা মূল্যমানের ১শ ৯২ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।
অপরদিকে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল জেটিঘাটের একটি বোটে তল্লাশী করে ১০হাজার টাকা মূল্যমানের ৫০০গ্রাম গাঁজা জব্দ করে। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta