হুমায়ূন রশিদ,টেকনাফ(৩০ মে) :: টেকনাফ থেকে ৩৯ কোটি টাকা মূল্যমানের ১৩ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত সোমবার দিবাগত রাতে ইয়াবাগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে বাহারছড়ার নয়াঘাট নামক এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অবস্থান নেয়।
এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা পাচারকারীদের থামানোর লক্ষ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা চারটি বস্তা থেকে ১৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।