হুমায়ূন রশিদ,টেকনাফ(৩ জানুয়ারী) :: টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ৩ পাচারকারীকে আটক করেছে।
জানা যায়, ৩ জানুয়ারী বিকাল ৩টায় টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই কাঞ্চন কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাদক বিরোধী অভিযানে যায়।
কিছুক্ষণ পর শীলখালী বাজারে ঢোকার পথে রাস্তার মাথা পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে উঠার জন্য সিগন্যাল দিলে গাড়ি হতে ৩জন ব্যক্তি নেমে পালিয়ে যায়।
পুলিশ তখন ধাওয়া করে পরিচয় নিশ্চিত হয়ে নোয়াখালী পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র বাদশা মিয়া (৩৫),কালা মিয়ার পুত্র মোঃ জাহিদ (২২) ও মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ হাসান (২৮)কে আটক করে শরীর ও পায়ুপথ তল্লাশী করে প্রত্যেক ব্যক্তি হতে ৫শ পিস করে মোট ১হাজার ৫শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে এবং তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক বহনের অপরাধে মামলা দায়েরের পর ৪ জানুয়ারী সকালে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইয়াবাসহ আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে অফিসার্স ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান জানান।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta