হুমায়ূন রশিদ,টেকনাফ(৬ জুন) :: টেকনাফ শাহপরীরদ্বীপ ঘূর্ণিদূর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ জনসাধারণকে আর্থিক সহায়তা প্রদান করলেন কক্সবাজার জেলা বিএনপি। এসময় তিনি শাহপরীর দ্বীপবাসীর যাতায়াতে চরম ভোগান্তি দূরকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
৬জুন সকাল সাড়ে ৯টারদিকে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি,উখিয়া-টেকনাফের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ সাবরাং ও শাহপরীরদ্বীপ এলাকা পরিদর্শনে যান।
এসময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম,পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শাহাদাত হোসেন,পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজা, শাহপরীরদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মেম্বার,উপজেলা যুবদলের সিঃ যুগ্নআহবায়ক মোঃ কায়ুম,পৌর বিএনপির যুগ্নসম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,সাবরাং যুবদল নেতা আবুল মঞ্জুর,শাহপরীরদ্বীপ যুবদলের আহবায়ক রহমত উল্লাহ,যুগ্ন আহবায়ক জাবেদ নজির,পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ,সদস্য সচিব তৌহিদ,যুগ্নআহবায়ক রহমত উল্লাহ,শাহপরীরদ্বীপ ছাত্রদলের সভাপতি ইমান হোসেন প্রমুখসহ স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি নেতা-কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ভূক্তভোগী মানুষের সাথে কথা বলেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন,ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন পরির্দশনে সরকারের উচ্চ পদস্থ মন্ত্রী-এমপি ও নেতারা টেকনাফ ঘুরে গেলেও এখনো পর্যন্ত দুর্গত এলাকা ঘোষণা না করা দুঃখজনক।
এতদ্বাঞ্চলের মানুষ ত্রাণ নয় টেকসই বেড়িবাধঁ চাই। অতীতের মতো সুন্দর যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিতে হবে।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta