দীপন বিশ্বাস :: কক্সবাজারের টেকনাফের নাফনদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করে ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
জানা যায়, মিয়ানমারের মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে নাফনদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে।
কারণ আরাকান আর্মি অকারণে নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যায়।
মংডু শহর দখলের খবর ছড়িয়ে পড়ার পরপরই টেকনাফ সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।
এতে করে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, গত কয়েক মাস ধরে পাশ্ববর্তীদেশ মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পরে গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নেয় আরাকান আর্মি।
এমন সংবাদ পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি) অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব ধরনের নৌযান চলাচলে সতর্কতা জারি করাসহ সেদেশের সীমানার কাছাকাছি না যাওয়ার জন্য বলা হয়েছে।
সেই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
এখন আপাতত এপারে দুইদিন ধরে কোনো বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে না।
অপরদিকে নাফনদীতে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরাও টহল জোরদার করেছেন।
এব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফনদীতে টহল জোরদার করা হয়েছে।
Posted ৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta