বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়।
রাত সাড়ে ৩ টার দিকে টহলদল পাঁচ ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে।
এসময় তারা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে টহল দল ধাওয়া করে তাদের একজনকে আটক করে।
এসময় অন্যরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কাঞ্চর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মো. ইরফান (২২)।
জব্দকৃত ইয়াবাসহ আটক ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta