হুমায়ূন রশিদ,টেকনাফ(২৬ আগষ্ট) :: কক্সবাজার শহরে অবস্থানকারী হ্নীলার মজিদ ইয়াবা ও নগদ টাকাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।
২৬আগষ্ট বিকাল ৫টারদিকে জেলা ডিবি পুলিশের মনিরুল ইসলাম ভূঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নিয়ে কক্সবাজারের বিমান বন্দর সড়কে একটি ভাড়া বাসায় অবস্থানকারী টেকনাফের হ্নীলা নাটমোরা পাড়ার মৃত সিরাজুল ইসলাম প্রকাশ জুনুর পুত্র আব্দুল মজিদ (২২) বাড়ি তল্লাশী করে নগদ ১লাখ ২৫হাজার টাকা ও ২৪লক্ষ টাকা মূল্যের ৮হাজার ইয়াবা বড়িসহ তাকে আটক করে।
জেলা ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম (পিপিএম) জানান, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Posted ১০:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta