হুমায়ুন রশীদ,টেকনাফ (১৪ জানুয়ারি) ::টেকনাফে পৃথক অভিযানে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সদস্যরা।
টেকনাফ সাবরাং শাহপরীরদ্বীপ বিওপির ২ বিজিবি সদস্যরা রবিবার ভোর রাতে নাফ নদীর কিনারার কেওড়া বাগানে অভিযান চালিয়ে এক কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
অপরদিকে রবিবার দুপুর ১২ টায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তার জাহাজপোড়া এলাকা দিয়ে ইজিবাইক যোগে ইয়াবা পাচারকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে কর্মরত সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ লক্ষ ৩০ হাজার ৭’শ টাকা মূল্যমানের ১১ হাজার ৭৬৯ পিচ ইয়াবা জব্দ করে।
টেকনাফ-২ বিজিবি’র এই দুই অভিযানে প্রায় ২ কোটি টাকার ৭১ হাজার ৭৬৯ পিচ ইয়াবা জব্দ করে। তবে ইয়াবা ব্যবসায়ীরা সুকৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস’ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বিওপির হাবিলদার মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সাবরাং ইউপিস’ ৫ নম্বর স্লুইস গেট এলাকায় নিয়মিত টহলে গমন করেন।
টহলকালে সোর্সের মাধ্যমে জানতে পারেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল নাফ নদীর কিনারায় অবসি’ত কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে।
পরবর্তী সময়ে (১৪ জানুয়ারি) ভোর রাত ৫টায় টহলদল দুজন লোককে একটি ব্যাগ হাতে নাফ নদীর কিনারা দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপসি’তি লক্ষ করা মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে কেওড়া বাগানের ভেতর দিয়ে দৌড়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তী সময়ে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে এক কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া রবিবার দুপুর ১২ টায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তার জাহাজপোড়া এলাকা দিয়ে ইজিবাইক যোগে ইয়াবা পাচারকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে কর্মরত সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ লক্ষ ৩০ হাজার ৭’শ টাকা মূল্যমানের ১১ হাজার ৭৬৯ পিচ ইয়াবা জব্দ করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তী সময়ে উর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপসি’তিতে ধ্বংস করা হবে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta