কক্সবাংলা ডটকম(২৭ জুন) :: বিদায়ী মরশুমে ট্র্যাকে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন উইসেন বোল্ট৷ এটাই তাঁর শেষ মরশুম বলে সোমবার নিজের মুখেই জানিয়ে দিলেন জামাইকান স্প্রিন্টার৷
অলিম্পিকে ৮টি সোনা-সহ কেরিয়ারে ১১টি সোনার মালিক বোল্ট চলতি মরশুমের পরই কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন৷
তিনি জানান, ‘এটাই কেরিয়ার শেষ করার সেরা সময়৷ কেরিয়ারে উত্থান-পতন উপভোগ করেছি৷ সবরকম অভিজ্ঞতা রয়েছে৷ চমৎকার কেরিয়ারে এখানেই শেষ করতে চাই৷
’ চেক প্রজাতন্ত্রের ওস্টারাভা শহরে বুধবার আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জারে নামছেন বোল্ট৷ তিনি বলেন, ‘মরশুমটা আমার কাছে অত্যন্ত আবেগের৷ শেষ সময়টাও ভালো করতে চাই৷’
লন্ডনে ২০০ মিটারেও ট্র্যাকে নামবেন না বলেও এদিন জানিয়ে দিলেন ৩০ বছরের বোল্ট৷
Posted ৩:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta