কক্সবাংলা ডটকম(১৬ জুন) :: সূর্য একা নয়,রয়েছে তার যমজ ভাই! না কোনও ব্যক্তি সূর্যের কথা বলছি না, নক্ষত্র ‘সূর্য’ আলোচনার বিষয়৷ সম্প্রতি বিভিন্ন পুঁথি ঘেঁটে প্রকাশ তথ্য সামনে এনেছে করল UC Berkeley and the Harvard-Smithsonian Astrophysical Observatory-র দুই রিসার্চার৷
তাদের বক্তব্য সূর্ৎ একা নয়, রয়েছে আরও এক যমজ নক্ষত্র যার নাম ‘নেমেসিস’৷ শুধু তাই নয় গবেষকদ্বয় জানিয়েছেন, পৃথিবী থেকে ডায়নোসরাসের বিলুপ্তির পিছনে নাকি রয়েছে এই যমজ নক্ষত্রেরই গোপন কারসাজি৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরমণ্ডলে সমস্ত গ্রহ হয়তো শুধু সূর্য থেকেই সৃষ্টি হয়নি৷ নেমেসিস থেকেও সৃষ্টি হয়েছে সৌরমণ্ডলের বেশ কিছু গ্রহ৷
বিজ্ঞানীরা দাবি করেছেন, ছ’শো আলোকবর্ষ দূরে থাকা নেমেসিস-ই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার এক অন্যতম কারণ৷ তবে কেমন ভাবে হল, সেই তথ্য সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন তারা৷ আরও কিছু দিন গবে৷ণার পরে অবশ্যই তথ্য সামনে আনবেন দুই গবেষক৷ এমনই জানিয়েছেন৷
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta