কক্সবাংলা ডটকম :: অবশেষে গুঞ্জনের অবসান হল! গত এক বছরে প্রথমবার ঐশ্বর্যর সঙ্গে ধরা দিলেন অভিষেক বচ্চন।
ডিভোর্সের গুঞ্জনের মধ্যে তাঁদেরকে একসঙ্গে দেখতে পাওয়া মূহুর্তেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে।
মাস কয়েক ধরেই গুঞ্জন উঠেছিল যে, বলিউডের পাওয়ার দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের মধ্যে আর সম্পর্ক নেই।
ভেঙেছে তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবন। একসঙ্গে থাকেন না তাঁরা। অমিতাভ বচ্চনের পরিবারে এমন ঘটনা ভাইরাল হতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
যদিও স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে খুব একটা দেখাও যায়না অভিষেককে। মেয়ে আরাধ্যাকে নিয়েই চলাফেরা করেন ঐশ্বর্য।
এমনকী বচ্চন পরিবার এর বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে না অভিষেক এবং ঐশ্বর্যকে একসঙ্গে।
এদিকে মাঝে রটনা উঠেছিল যে, অভিষেকের জীবনে নতুন মানুষের উদয় হয়েছে, নিমরত কৌরের সঙ্গে তাঁর চুটিয়ে প্রেম চলছে।
যাই হোক, অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন ঐশ্বর্য-অভিষেক।
শুধু তাই নয়, গতকাল নাতনি আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চনও। সেখান থেকেই কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যা অভিষেক-ঐশ্বর্যের ১৫ বছরের সুখী দাম্পত্যেরই আভাস দিয়েছে আবার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চন পরিবার উপস্থিত হয়েছিলেন।
সেখানেই বউমা ঐশ্বর্য রাই এবং মেগাস্টার অমিতাভ বচ্চনকে এক বছরের মধ্যে প্রথমবার একসঙ্গে দেখা গের।
আরাধ্যার স্কুল তথা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিগ বি, ঐশ্বর্য এবং অভিষেক, আরাধ্যার অনুষ্ঠান দেখার জন্যে স্কুলে প্রবেশ করেছেন, ঐশ্বর্য তাঁর হাতটা বাড়িয়ে শ্বশুরকে গাড়ি থেকে নামালেন।
বিগ বি-র সঙ্গে ঐশ্বর্যকে আলাপচারিতা করতেও দেখা যায়।
২০২৩ সালের ডিসেম্বরে দ্য আর্চিসের প্রিমিয়ারে তারা শেষবার একসঙ্গে ক্যামেরার সামনে এসেছিলেন।
ঐশ্বর্য, অভিষেক এবং বিগ বি-কেও স্কুল ম্যানেজমেন্টের এক সদস্যের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছে।
এমনকী গর্বিত বাবা-মা ঐশ্বর্য-অভিষেক তাদের মেয়ে আরাধ্যার জন্য উল্লাস করেছেন। বিগ বি মঞ্চে তার নাতির অভিনয়ের একটি ভিডিও শেয়ার করেছেন।
আরাধ্যা তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি স্কিটে স্যান্টা ক্লজের স্ত্রী মিসেস ক্রিংলের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খানকে।
ইভেন্টের পরে, বিগ বিকে একটি ভিন্ন গাড়িতে যেতে দেখা গিয়েছে, এবং ঐশ্বর্যকে, অভিষেক এবং আরাধ্যাকে নিয়ে অন্য একটি গাড়িতে যেতে দেখা যায়।
সুতরাং বচ্চন পরিভারের সঙ্গে ঐশ্বর্যর উপস্থিতি সমস্ত গুঞ্জন ধূলিস্যাৎ করে দিয়েছে। বিগ বি-র সঙ্গে ঐশ্বর্যর উপস্থিতি এবং বন্ধুত্বও নজর কেড়েছিল।
তবে ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্সের কোনও বিষয় বচ্চন পরিবারের তরফে জানানো হয়নি।
Posted ১০:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta