
কক্সবাংলা ডটকম(২ আগস্ট) :: ডোকলাম থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে না বলে চিনকে হুশিয়ারি দিল ভারত৷ গত ২৬শে জুন থেকে ডোকলামে ভারত-চিন সীমান্ত উত্তেজনার জেরে অচলাবস্থা তৈরি হয়েছে৷
চিন সরকার মিডিয়াতে একটি ডকুমেন্ট প্রকাশ করে দাবি করে ২৭০ সস্ত্রশ ভারতীয় জওয়ান তাদের ভুখন্ডে প্রবেশ করে৷ তার ঠিক ১০০ মিটার দুরত্বে চিন রাস্তা তৈরির কাজ করছিল৷ তাতে বাধা দেয় ভারতীয় জওয়ানরা৷ বর্তমানে সেখানে ৪০জন ভারতীয় সেনা মোতায়েন করা আছে বলে চিনের তরফ থেকে দাবি করা হয়েছে৷
যদিও এখন সীমান্তের দু’প্রান্তে দুই পক্ষেরই ৪০০ সেনা মোতায়েন করা আছে বলে এক সর্বভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে৷
ডোকলাম সীমান্ত নিয়ে প্রতিদিনই ভারত-চিনের মধ্যে বিবাদ অব্যাহত৷ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, সমস্যা সমাধানে দু’পক্ষকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে৷ কিন্তু চিন তাদের অবস্থানে অনড় থেকে বলে ভারতকেই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে৷
তবেই তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে৷ এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা সচিব অজিত দোভাল ব্রিকস সম্নেলনে যোগ দিতে চিন যান৷ সেখানে চিনের সঙ্গে আলাদা করে কথা বলেন৷ যদিও ডোকলাম ইস্যু নিয়ে কোন আলোচনা করা হয়েছে কীনা তা নিয়ে কিছু জানা যায়নি৷
গত মাসে ভারতের পক্ষ থেকে ডোকলাম সীমান্ত সমস্যার সমাধান নিয়ে বলা দুই দেশের সরকার ২০১২ সালে একটি সমাধানে আসে৷ যেখানে বলা হয় ভারত ও চিনের মধ্যে যে ট্রাই জাংশন বাউন্ডারি পয়েন্ট আছে তা সংশ্লিষ্ট দেশগুলিকেই নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে৷
যদিও চিনের তরফ থেকে বলা হয় ১৮৯০ সালে ব্রিটেন ও চিনের মধ্যে যে চুক্তি হয় তাতে ডোকলামকে চিনের এলাকা বলে উল্লেখ করা হয়েছে৷
তৃতীয় পক্ষ হিসাবে ভারতের কোন অধিকার নেই চিন ও ভুটানের সীমান্ত আলোচনার মধ্যে নাক গলানোর৷ ভারত চিনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চিনের সাবভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে৷
ভারতও তার পাল্টা জবাবে জানিয়েছে ডোকলামে চিনের রাস্তা তৈরি হলে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে দাড়াত৷ চিনের রাস্তাটি ভারতের সঙ্গে উত্তর-পূর্ব প্রান্তে যোগাযোগ পথে অন্তরায় হয়ে দাড়াত৷

Posted ১০:২৮ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta