কক্সবাংলা ডটকম(১০ জুলাই) :: ডোকালাম থেকে সরছে না সেনা। চিনের কথায় পাত্তা না দিয়ে এই বার্তা স্পষ্ট দিল ভারত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিতর্কিত এলাকায় ভারতীয় সেনা তাঁবু খাটিয়ে রয়েছে। চিনা আর্মি সেখান থেকে না পিছোলে, ভারতও একচুল নড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে, ডোকালামে মোতায়েন জওয়ানদের খাবার সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। ওই জোগানে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। এক সেনা আধিকারিক জানান, চিনের কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না ভারত। তবে, একইসঙ্গে তিনি এও জানান, এই সমস্যার সমাধান কূটনৈতিক স্তরেই সম্ভবত মিলবে।
এদিকে, চিন কোনও আপোসে যেতে রাজি নয় বলে জানা গিয়েছে। তাদের দাবি, বল ভারতের কোর্টে। ফলে, সমস্যা সমাধান করতে বা সংঘাতের আবহাওয়াকে নিষ্ক্রিয় করতে ভারতকেই উদ্যোগী হতে হবে। অর্থাৎ, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
ভারতও জানিয়ে দিয়েছে চিনা সেনা যতক্ষণ ওই এলাকায় থাকবে, ততক্ষণ তারাও সরবে না। বহুস্তরীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে ২০১২ সালে চুক্তি করে দুই দেশ। কিন্তু, এখনও পর্যন্ত সেই চুক্তি দিয়ে কোনও সমাধান-সূত্র বেরোয়নি। সম্প্রতি, ভারত, চিন ও ভুটান সীমান্তের সংযোগস্থলে ডোকালামের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta