কক্সবাংলা ডটকম(২৩ জুন) :: এক অভিনেতার হাতে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন খুন হওয়ার কথা মনে করিয়ে দিলেন আরেক অভিনেতা জনি ডেপ। অনেকে বলছেন, পরোক্ষভাবে তিনিও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করার হুমকি দিয়েছেন।
গত বৃহস্পতিবার গ্লাসটোনবুরি ফেস্টিভ্যালে বক্তব্য রাখছিলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অভিনেতা ডেপ। হঠাৱ দর্শক শ্রোতাদের উদ্দেশে বলেন, আপনারা ট্রাম্পকে এখানে এনে দিতে পারবেন? তার অভিনীত দ্য লিবার্টাইন সিনেমার প্রচারণার অংশ হিসেবে এই উৱসবে অংশ নিয়েছিলেন ডেপ।
জনতা সমস্বরে চিৱকার করে হ্যাঁ বললে তিনি বলেন, আপনারা একদম ভুল বুঝেছেন। সর্বশেষ কবে জানি একজন অভিনেতা একজন প্রেসিডেন্টকে খুন করেছিলেন?
পরক্ষণেই তিনি বলেন, একটু পরিষ্কার করে বলি- আমি কোন অভিনেতা নই। জীবিকার জন্য আমি মিথ্যা বলি কিন্তু সেটা ক্ষণিকের জন্য। সম্ভবত এটাই সেই সময়।
পরে গণমাধ্যমের জেরার মুখে জনি ডেপ স্বীকার করেছেন, তিনি ১৮৬৫ সালে অভিনেতা জন উইকসের হাতে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গুপ্তহত্যার শিকার হওয়ার ঘটনাকেই ইঙ্গিত করেছেন। তবে গণমাধ্যমে বিষয়টি ভয়াবহরকম বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন ডেপ। তিনি বলেন, আমি কাউকে কটাক্ষ করে কথা বলিনি।
অবশ্য ট্রাম্পকে হত্যা করতে চাওয়া তিনিই একমাত্র সেলিব্রেটি নন। এর আগে ওয়াশিংটন ডিসিতে এক সমাবেশে পপ তারকা ম্যাডোনা হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার কথা বলেছিলেন। এছাড়া একটি মিউজিট ভিডিওতে ট্রাম্প চরিত্রে অভিনয় করা একটি চরিত্রকে খেলনা বন্দুক দিয়ে গুলি করার দৃশ্য রেখেছেন মার্কিন র্যাপার স্নুপ ডগ।
তবে সম্প্রতি ভার্জিনিয়ায় একজন রিপাবলিকান কংগ্রেসম্যান দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন, এমন সময় জনি ডেপের এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য মেনে নিতে পারছেন না নেটিজেনরা।
এদিকে এবিসি নিউজ জানিয়েছে, জনি ডেপের বক্তব্যটি সিরিয়াসলি নিয়েছে সিক্রেট সার্ভিস। তারা এ নিয়ে সতর্কাবস্থায় রয়েছে।
সূত্র: বিবিসি
Posted ৭:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta