কক্সবাংলা ডটকম(২০ জুলাই) :: বেশ কিছুদিনের গুঞ্জন অবশেষে খোলাসা করলেন তাহসান। এবার বিচ্ছেদই হচ্ছে দেশের জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলার। এর মাধ্যমে ইতি ঘটছে দীর্ঘ এক দশকের সংসার। এক মেয়ে শিশু সন্তান রয়েছে। এই জুটির আইরা তেহরীম খান তাহসান নামের এক কন্যা সন্তানও রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দু’জনের মধ্যে বিচ্ছেদের এই খবর জানান। পোস্টের নিচে তাহসান নিজের নাম লিখে পাশে মিথিলাকেও ট্যাগ করেছেন।
ইংরেজিতে লেখা পোস্টে তাহসান বলেন, ‘অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা উভয়ের সম্মতিতে ডিভোর্স নিতে যাচ্ছি। আমাদের মধ্যে কয়েক মাস ধরে চলা দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর অমরা সিদ্ধান্ত নিয়েছি- সামজিক চাপে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে আমাদের পৃথক হওয়া ভালো।’ এ সিদ্ধান্তে তাহসান ভক্তরা কষ্ট পাবেন, এজন্য সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
তাহসান বলেন, ‘আমরা আশা করছি এই কঠিন সময়ে ভক্তরা আমাদের সঙ্গেই থাকবেন।’
অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান ও মিথিলা ২০০৬ সালে বিয়ে করেন। একসঙ্গে দুজনে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। একসঙ্গে বেশ কিছু গানেও কণ্ঠ দিয়েছেন এই জুটি।
Posted ৮:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta