কক্সবাংলা ডটকম(৭ সেপ্টেম্বর) :: টেস্ট ও ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশের পর সিরিজের একমাত্র টি-২০ ম্যাচেও ‘লঙ্কা জয়’ ভারতের৷ বুধবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭০ রান তাড়া করে সাত উইকেটে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া৷ সেই সঙ্গে সিরিজের সব ম্যাচ জিতে ৯-০ করে ইতিহাস রচনা করল বিরাটবাহিনী৷
১৭০ রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই দু’ উইকেট হারালেও বিরাট কোহলি ও মণীশ পাণ্ডের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে সাত উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় ভারত৷ সেই সঙ্গে শ্রীলঙ্কা সফরের সব ক’টি ম্যাচ জিতল বিরাটের ভারত৷ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সফরের সবক’টি ম্যাচ জিতে ছিল পাকিস্তান৷ অজিদের ৯-০ হারিয়েছি পাকিস্তান৷ বুধবার সেই ইতিহাস ছুঁল কোহলির ভারত৷ তিন ফর্ম্যাটেই ‘লঙ্কা জয়’ করে ৯-০ জিতল বিরাটবাহিনী৷
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক৷ শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলেন লঙ্কা ওপেনাররা৷ তৃতীয় ওভারেই অবশ্য উপল থরাঙ্গাকে ডাগ-আউটে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভেঙে দেন ভুবনেশ্বর কুমার৷ অন্য প্রান্তে জসপ্রীত বুমরাহও ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা ডিকওয়ালাকে আউট করে লঙ্কাকে জোড় ধাক্কা দেন৷ কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেন ধামাকাদার ইনিংস খেলেন মুনওয়ারা৷
২৯ বলে চারটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে ডাগ-আউটে ফেরেন তিনি৷ মুনওয়ারার স্টাম্প নড়িয়ে দেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান কুলদীপ যাদব৷ পাঁচ নম্বরে ব্যাট করতে নামা প্রিয়ানজন ৪০ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে লঙ্কাকে বড় রানে পৌঁছতে সাহায্য করেন৷ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭০ রান তোলে শ্রীলঙ্কা৷
রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত৷ কিন্তু বিরাট ও মণীশের ব্যাটে ৯-০ করে ভারত৷ ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলে বিরাট যখন ডাগ-আউটে ফেরেন, ম্যাচ তখন ভারতের পকেটে৷ ৫৪ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন বিরাট৷ আর ৩৬ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন পাণ্ডে৷ ম্যাচের সেরা বিরাট৷
এক আগে টেস্ট ও ওয়ান ডে সিরিজে নাস্তানাবুদ হয়েছে লঙ্কাবাহিনী৷ তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে বিরাটবাহিনী৷ তার পর পাঁচ ওয়ান ডে সিরিজেও পর্যুদস্ত হয় শ্রীলঙ্কা৷ রবিবার শেষ ম্যাচেও হারে মালিঙ্গা-ম্যাথিউজরা৷ অর্থাৎ ওয়ান ডে সিরিজও ৫-০ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ বুধবার সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ জিতে ইতিহাস গড়ল ভারত৷
Posted ৪:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta