কক্সবাংলা রিপোর্ট :: তীব্র গরম আর সারাদেশে বয়ে চলা তাপদাহের মধ্যে কক্সবাজারে স্বস্তির বৃষ্টি হয়েছে। ভোর এবং রাতের প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শীতল হয়েছে পরিবেশ।
গত এক সপ্তাহ ধরে বয়ে যাওয়া দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি।
তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছে শান্তি।
জানা যায়,চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সবার কাছেই এখন অতি কাঙ্ক্ষিত একটি বিষয়, তা হলো বৃষ্টি।
গত কয়েক দিন আবহাওয়ার পূর্বাভাসে কক্সবাজারে বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দেওয়া হচ্ছে।
কক্সবাজারে বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলেও সকাল ৯টা থেকে তা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রূপ নেয়। রাতেও বৃষ্টি নামে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন বলেন, ভোরের বৃষ্টিটা গুঁড়িগুঁড়ি ছিল।
মূলত বৃষ্টি হয়েছে সকাল ৯টার পর থেকে। দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরও ২ থেকে ৩ দিন কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিন ঘণ্টার বৃষ্টিতে কক্সবাজার জেলাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। বেশ কিছুদিন ধরে চলমান তীব্র দাবদাহের পর বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই।
স্থানীয়রা বলেন, ‘গত এক সপ্তাহ ধরে তীব্র গরম জনজীবনে নাবিশ্বাস হয়ে উঠে । বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় জনজীবন এখন খুবই স্বস্তিদায়ক। সারাদিন তপ্ত রোদের পর বিকেলের বৃষ্টি মনে প্রশান্তি এনে দিয়েছে।’
Posted ২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta