আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি(১৬ আগষ্ট) :: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা- ২০১৭ এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল দুইটার সময় থিমছড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মুফিজুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থিমছড়ি অরবিট মডেল একাডেমীর পরিচালক মোহাম্মদ আবু বক্কর।
তিনি তার বক্তব্যে উপস্থিতির মাঝে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ ও জাতি গঠনের সম্পদ। তাই শুরু থেকেই তাদের মেধা বিকাশে এলাকাবাসীর কাজ করে যেতে হবে। তাই তিনি এলাকার সকল সুশীল সমাজকে সামাজিক ফোরামের অগ্রগামীর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফোরামের সাবেক সদস্য সচিব মহিবুল্লাহ মহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, একাডেমীর সহকারী পরিচালক সোলতান আহাম্মদ, চবি ছাত্র লোকমান হাকিম, চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র নুর হোছাইন, মোতাহের আহাম্মদ, মোঃ ইদ্রিস, হাফেজ জসিম উদ্দিন, নুরুল আজিম, ফোরামের সদস্য সচিব মোহাম্মদ নাজের, নুরুল হাকিম হিরু, আমানুল হক, আবুল মনছুর, আজিজুর রহমান প্রমুখ। এছাড়া উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সকলের সিদ্ধান্তক্রমে গর্জনিয়া, কচ্ছপিয়া ও পার্শ্ববর্তী বাইশারী ইউনিয়নে পঞ্চম শ্রেণির সকল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা যাচাইয়ের জন্য আজ ফরম বিতরণ করা হবে এবং আগামী ৩০ আগষ্ট উক্ত ফরম প্রতিষ্ঠান ভিত্তিক জমা নেওয়া হইবে বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য গত ২০১৬ সালেও এ ধরনের মেধা যাচাই ও বৃত্তি প্রদান করা হয় থিমছড়ি সামাজিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta