কক্সবাংলা ডটকম(২৬ মে) :: চীন সীমান্তের কাছে আনুষ্ঠানিক উদ্বোধন হল দক্ষিণ এশিয়ার এবং ভারতের সবচে দীর্ঘ সড়ক সেতুর। শুক্রবার (২৬ মে) আসামে ব্রহ্মপুত্রের শাখা নদী লোহিতের ওপর নির্মিত ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দুই লেনের ঢোলা-সাদিয়া সেতু উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এমন একটি দিনে দেশের সবচে দীর্ঘ সেতু উদ্বোধন করলেন তিনি, যেদিন তার সরকার ক্ষমতা নেয়ার ৩ বছর পূর্ণ করছে। সফলভাবে ৩টি বছর কাটিয়ে ৪ বছরে পদার্পন করছে।
শুধু তাই নয় এই সেতুর মাধ্যমে অত্যন্ত কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে চিন সীমান্তে। আপদকালীন পরিস্থিতিতে সেনা বাহিনী যাতে এই সেতু ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই বানানো হয়েছে এই সেতু।
আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৫৪০ কিলোমিটার দূরে সাদিয়া থেকে শুরু হয়ে সেতুটির অন্য প্রান্ত নামছে অরুণাচলের রাজধানী ইটানগর থেকে ৩০০ কিলোমিটার দূরে ঢোলায়। এ সেতুর কারণে আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যকার দূরত্ব কমবে অন্তত ৪ ঘণ্টার।
২০১০ সালে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ভারতের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে সেতুটি নির্মাণ করা হয়। ব্যয় হয় ৯৩৮ কোটি রুপি (প্রায় ১ হাজার ১৮০ কোটি টাকা)।
এ সেতুর বাণিজ্যিক ও সামরিক গুরুত্ব রয়েছে বেশ। এ সেতুর ওপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর ট্যাংক ও গোলন্দাজ বহর চলতে পারবে অনায়াসে। যা চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতীয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। তাই চীনের সঙ্গে অরুণাচলের দখল নিয়ে কখনো যুদ্ধ হলে ভারতীয় বাহিনী সহজেই সীমান্তে চলাচল করতে পারবে।
২০১৫ সালেই সেতুটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ব্রহ্মপুত্র নদের প্রতিকূল আচরণের কারণে কাজ শেষের সময় পেছাতে হয়েছে কয়েক দফা। অস্থির ও প্রমত্তা ব্রহ্মপুত্র তার গতি বদলে চলে নিরন্তর, যা সেতুটি নির্মাণের পথে সবচে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর চলতি বছরের ১ জানুয়ারি উদ্বোধনের দিন ঠিক করা হয়। কিন্তু কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে দেয়া হয়। এবার সরকারের বর্ষপূর্তির দিনে দেশের সবচে বড় এ সেতুর উদ্বোধন করলেন মোদি।
প্রসঙ্গত, এর আগে ভারতের দীর্ঘতম সেতু ছিল মুম্বই সি লিঙ্ক। বান্দার ও ওরলির মধ্যে যোগাযোকারী সেতুটির থেকেও ঢোলা-সাদিয়ার দৈর্ঘ তিন কিলোমিটার বেশি। সেই সঙ্গে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেতু হল এই ঢোলা-সাদিয়া সেতু।
অন্যদিকে, আজই কেন্দ্রে মোদী সরকারের তিনবছর ও অসমে বিজেপি সরকারের একবছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিন বছর আগে ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী। জানা গেছে, এই ব্রিজ উদ্বোধনের পর সেখানে একটি কৃষি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। তারপর গুয়াহাটিতে একটি হাসপাতালের উদ্বোধন করবেন তিনি।
Posted ১:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta