কক্সবাংলা ডটকম :: দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দোম্মারাজু গুকেশ। সিঙ্গাপুরে বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনের বিরুদ্ধে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার।
মাত্র ১৮ বছর বয়সেই দাবার বিশ্ব খেতাব দখলে নিলেন গুকেশ। তারপর গুকেশ ও তাঁর বাবার চোখে দেখা গেল আনন্দাশ্রু। গুকেশ এরপর গিয়ে জড়িয়ে ধরলেন প্যাডি আপটনকেও।
এত কম বয়সে ধাপে ধাপে উত্তরণের মাধ্যমে দাবায় যেভাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ, তার নজির নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, গুকেশের প্রতিভা অসীম। অদম্য মনোভাব, সেই সঙ্গে খেলা সম্পর্কে দারুণ জ্ঞান গুকেশকে এই সাফল্য এনে দিল।
বিশ্বনাথন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় যিনি দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন। আজকের শেষ গেমের আগে দুজনেই ছিলেন ৬.৫ পয়েন্টে। ডিং খেলছিলেন সাদা ঘুঁটি নিয়ে। খেলা যেভাবে চলছিল তাতে ফের ড্রয়ের ইঙ্গিত মিলছিল।
কিন্তু ৫৩তম চাল দিতে গিয়ে ভুল করে বসেন লিরেন। গুকেশ চাপ বাড়াতে থাকায় এই ভুলের মাশুল দিয়েই শেষ অবধি দান ছাড়তে বাধ্য হন লিরেন। লিরেন চাইছিলেন এই দ্বৈরথকে টাইব্রেকারে নিয়ে যেতে। কিন্তু শেষ অবধি তাঁর লক্ষ্য পূরণ হয়নি।
১১ বছর বয়সে চেসবেস ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে গুকেশ বলেছিলেন, দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া তাঁর লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করে এদিনই ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে নিলেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেভাবে তিনি লিরেনকে চাপে রেখেছিলেন তার প্রশংসাও করেন বিশেষজ্ঞরা। অবশেষে স্বপ্নপূরণ।
তিন সপ্তাহ ধরে চলা দ্বৈরথে শেষ অবধি হার মানলেন লিরেন। লিরেনের সঙ্গে গুকেশের শারীরিক ও মনস্তাত্ত্বিক দ্বৈরথ চলছিল। টানটান লড়াইয়ের শেষে গ্যারি কাসপারভের নজির ভেঙে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা আদায় করলেন গুকেশ।
১৯৮৫ সালে রাশিয়ায় প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপারভ। তখন তাঁর বয়স ছিল ২২। গুকেশ ১৮ বছরে বিশ্ব দাবার খেতাব জিতে সেই নজির ভাঙলেন। গুকেশ লিরেনকে হারিয়ে দিলেন ৭.৫-৬.৫ পয়েন্টে।
১৯৮৫ সালে রাশিয়ায় প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপারভ। তখন তাঁর বয়স ছিল ২২। গুকেশ ১৮ বছরে বিশ্ব দাবার খেতাব জিতে সেই নজির ভাঙলেন। গুকেশ লিরেনকে হারিয়ে দিলেন ৭.৫-৬.৫ পয়েন্টে।
এই নিয়ে দাবা পেল অষ্টাদশ বিশ্বচ্যাম্পিয়ন। চতুর্দশ গেমে তথা চূড়ান্ত ক্ল্যাসিক্যাল গেমে জয় সুনিশ্চিত করে গুকেশ প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আমার জীবনের সেরা দিন। ডিং লিরেন ভুল করেছে বুঝেই ওয়াটার ব্রেক নিতে গিয়েছিলেন গুকেশ। বোর্ডে ফেরার সময় তাঁর মুখে ছিল হাসি। একটু পরেই প্রত্যাশিত আনন্দাশ্রু। লিরেন হার স্বীকার করতেই ইতিহাসে গুকেশ।
Posted ১:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta