কক্সবাংলা ডটকম :: দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করলো বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রেমিট্যান্সের গতিপ্রবাহ।
এতে করে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে।
এবার সেই রেকর্ডটিও ভেঙে দিলো মার্চ মাস।
কারণ গত এক মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
এর আগে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স কখনোই দেশে আসেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের মার্চে যেখানে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলার, সেখানে চলতি বছরের মার্চে এসেছে ৩২৯ কোটি ডলার।
অর্থাৎ, এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৬৪ দশমিক ৭ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে মোট ২ হাজার ১৭৭ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭০৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে টানা ৭ মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
Posted ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta