সংবাদ বিজ্ঞপ্তি(২৯ আগস্ট) :: “মানবতার মুক্তির শপথে, আমরা সবাই একসাথে।এই স্লোগানকে সামনে রেখে “ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিঠির আহবানে টেকনাফ ফারিয়া উত্তর বঙে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে।
টেকনাফ ফারিয়া উত্তরাঞ্চলে বন্যায় আক্রান্ত মানুষের সাহার্যার্থে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে টেকনাফ এর বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।
২৯ শে আগষ্ট চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সহসভাপতি নুরুল কবিরের উপস্তিতিতে কেন্দ্রীয় ফারিয়ার ত্রানসেলে পাঠানোর জন্য সকালে কেন্দ্রীয় ফারিয়ার সহসভাপতি আবু সুফিয়ানের নিকট সংগ্রহকৃত নগত অর্থ প্রদান করেন টেকনাফ ফারিয়া সভাপতি জামাল হোসাইন।
এতে অন্যান্যের মাঝে অংশগ্রহণ করেন -১) উ জা মা – ড্রাগ ম্যানেজার ২)রফিক ড্রাগ, ৩)ইউছুপ- বেক্সিমকো,৪)মহসিন বেক্সিমকো,৫)সুফিয়ান বেক্সিমকো, ৬)রাহিদ স্কয়ার, ৭)দিদার শরীফ-ম্যানেজার, ৮)নুপুর বীকন, ৯)কবির রেনেটা, ১০)হামিদুল-জিসকা, ১১)একরাম-ওরিয়ন, ১২) মনির পপুলার,১৩)এহসান বীকন ম্যানেজার,১৪) ভুলু কা দাশ গ্লোব ম্যানেজার,
১৫) জামাল এসকে এফ, ১৬) বিপ্লব গ্রেসফার্মা ম্যানেজার, ১৭) কৃষ্ণ – গোবিন্দ ফার্মেসী, ১৮) অনুপ- এস এস ফার্মেসী, ১৯) শাহাদত – হামদর্দ, ২০)লক্ষণ দা- মা মে ষ্টোর, ২১) ইসহাক – জনতা ফার্মেসী, ২২) অলক- প্রান্ত মে হল, ২৩) কাদের- ফয়সাল ফার্মেসী, ২৪) মিসেস কাদের- মীম ডাগ হাউস, ২৫) মিরাজ- কেমিকো, ২৬) চঞ্চল বীকন, ২৭) মো আলী – মিলি ফার্মেসী, ২৮) জিয়া ইউনিফার্মা, ২৯)রাজু শরিফ,
৩০) মিজান- ওলিদ ফার্মেসী, ৩১) ওমর বীকন, ৩২) ভুট্টু জেনিথ, ৩৩) আজিম গ্লোব,৩৪) নিত্যলাল জিসকা, ৩৫) রতনদা – হাজী ফার্মেসী, ৩৬) সরোয়ার ইবনেসিনা, ৩৭) সিদ্দিক ইউরো ফার্মা, ৩৮) শাহীন জেনারেল, ৩৯) মোস্তফা- জুলফার ম্যানেজার, ৪০)তৌফিক খাজা ফার্মেসী, ৪১) ট্রপিক্যাল জেনারেল, ৪২)জিল্লুর ইবনেসিনা, ৪৩) নু ইসলাম একমি, ৪৪)সুদীপ এরিষ্টোফার্মা, ৪৫)লিটনবস রেনেটা ম্যানেজার, ৪৬)রেজাউল রেনেটা, ৪৭) জানেআলম হেলথকেয়ার, ৪৮)আ:কামাল SkF ম্যানেজার, ৪৯) রবিন দাদা জুতিষ্যর ফার্মেসি, ৫০) মোরশেদ রেডিয়েন্ট, ৫১) খালেক স্কয়ার প্রমুখ।প্রসংগত উক্ত ত্রানের টাকা কেন্দ্রীয় ফারিয়া ত্রান সেলের মাধ্যমে উওরবংগে বিতরন করা হবে।
Posted ৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta