কক্সবাংলা ডটকম(১১ জুন) :: দেশে উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা বজায় রাখা দরকার আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানমর্যাদা বৃদ্ধি পায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রোববার সকালে গণভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন,খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ২০০৭ সাল। দেশে তখন চলছিলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল। সে বছরই রাজনীতি থেকে বাইরে রাখতে ষড়যন্ত্র করে দায়ের করা মামলায় ১৬ই জুলাই গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে।
দীর্ঘ ১১ মাস কারাবাস শেষে পরের বছর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবনের পরিত্যাক্ত ভবনে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
দিনটি উপলক্ষে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে রোববার বেলা ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান নেতা-কর্মীরা। এ সময় দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকার প্রধানকে। আরো শুভেচ্ছা জানান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তত্ত্বাবধায়ক সরকারের আমলের আন্দোলন, কারাজীবন ও রাজনীতির মাঠের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। বলেন, কোনো পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করেছিলো তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।
শেখ হাসিনা বলেন, ‘আমি যখন ওয়ারেন্ট চাইলাম আমাকে ওয়ারেন্ট দেখাতে পারে না। আমি যখন সার্চ ওয়ারেন্ট আছে কি না দেখাতে বললাম তাঁরা তাও দেখাতে পারলো না। আমাকে একা একটা পরিত্যাক্ত বাড়িতে ১১ মাস রাখা হয়েছিলো।’
তিনি আরো বলেন, ‘দেশের অভ্যন্তরে যারা হানাদার বাহিনীর দোসর, এবং নিজেদের ভেতর ও নিশ্চয় কিছু মুনাফিক ছিলো ক্রোন্দল অবস্থা থেকে শুরু করে জিয়া পর্যন্ত এদের চক্রান্তের মধ্যে দিয়ে জাতির পিতাকে হত্যা করা হয়।’
বিএনপিকে একটি লুটেরা দল হিসেবে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন- তাদের ওপর আর আস্থা নেই মানুষের। আগামী নির্বাচনেও উন্নয়নের যথাযথ মূল্যায়ন হবে বলেও আশাবাদ তাঁর।
বিএনপিকে জনগণ বিশ্বাস করে না তাদের উপর আস্থা পায় না এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এরা লুটেরা পার্টি। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছে হত্যা, ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে। নিজেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিলো। ঘোষণা দেওয়ার পরই তার দল সৃষ্টি। কাজেই ক্ষমতার উপর দিয়ে যে দল সৃষ্টি তা জনগণ কে কিছু দিতে পারে না। তা প্রমাণ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আজকে সেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই। আ. লীগ ক্ষমতায় থাকলে দেশের মান মর্যাদা বৃদ্ধি পায়।’
জনগণের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ উন্নয়নের যে সুফল পাচ্ছে আমি বিশ্বাস করি আগামীতেও তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেবে। যাতে আ. লীগ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ।
সব বাধা অতিক্রম করে দেশের স্বার্থ সমুন্নত রেখেই জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta