কক্সবাংলা ডটকম(১৬ জুলাই) :: দেশে সাধারণ মানুষের জন্য নাগরিক সুবিধা এখনও পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। সকালে রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে গণসেবা বিষয়ক এক মতবিনিময় সভায় উঠে আসে এই তথ্য।
সভায় বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সব সেবা বাণিজ্যিকরণ না করে নাগরিকদের কল্যাণের কথা ভাবতে হবে। সেইসঙ্গে নারীদের কার্যকরী অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার বাজেট প্রণয়ন করতে হবে।
জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ চাহিদার তুলনায় কম বলেও মন্তব্য করেন বক্তারা। বিভিন্ন সেবার জবাবদিহিতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদারের পরামর্শও উঠে আসে মতবিনিময় সভায়।
Posted ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta