কক্সবালা ডটকম(৬ জুলাই) :: দেশে লবণের ঘাটতি মেটাতে পাঁচ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্য জানানো হয়েছে। বলা হয়, এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় লবণ উত্পাদন কম হয়েছে। এ অবস্থায় অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও দাম স্বাভাবিক রাখতে পাঁচ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে এ লবণ আমদানি করা হবে এবং শিগগিরই এ-সংক্রান্ত এসআরও জারি করা হবে। সরকার কর্তৃক নির্ধারিত আমদানিকারকরা এ লবণ আমদানি করতে পারবেন। তবে আয়োডিনযুক্ত ভোজ্যলবণের উপযুক্ত মান নিশ্চিত করে তা বাজারজাত করতে হবে।
শিল্প মন্ত্রণালয়ের হিসাবমতে, এ বছর দেশে বছরে ভোজ্য ও শিল্প-কারখানার জন্য ব্যবহূত লবণের চাহিদা রয়েছে ১৫ লাখ ৭৬ হাজার টন। এর বিপরীতে দেশে লবণ উত্পাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার টন। সে হিসাবে দেশে বর্তমানে লবণের ঘাটতি রয়েছে ২ লাখ ১২ হাজার টন।
এ বছর ঘূর্ণিঝড় মোরার প্রভাব ও অতিবৃষ্টির কারণে লবণ উত্পাদন ব্যাহত হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে দেশের বাজার পরিস্থিতি ও দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নিয়েছে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট ২ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত লবণ আমদানি করা হয়েছিল।
বর্তমান আমদানি নীতি আদেশ অনুযায়ী দেশে লবণ আমদানি নিষিদ্ধ রয়েছে। কিন্তু দেশের মানুষের প্রয়োজনে ওই বিধান সাময়িকভাবে স্থগিত করে এ লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের উত্পাদনকারীদের স্বার্থ রক্ষা করেই এ লবণ আমদানি করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে ঘাটতির চেয়ে দ্বিগুণ পরিমাণ লবণ আমদানির অনুমোদন দেয়া হলে দেশের চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছে বাংলাদেশ লবণচাষী কল্যাণ পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক কায়সার ইদ্রিস বণিক বার্তাকে বলেন, দেশে বর্তমানে লবণের মজুদ ও আমদানি-সংক্রান্ত বিষয়ে গত ১৫ জুন শিল্প মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিন লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত হয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় পাঁচ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন।
উল্লেখ্য, বর্তমানে অপরিশোধিত প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর পরিশোধিত খোলা লবণ ২২-২৫ ও প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta