নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং নাথ পাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে এক বিশেষ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ।
এসময় তিনি বলেন, “আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে।
কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রতিবেশীর অধিকার রক্ষার গুরুত্ব অপরিসীম। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু পরিমল দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, বাবলা নাথ এবং সজল নাথ।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, “যদি সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করে, তবে সমাজে শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।”
স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় সম্প্রীতি নয়, বরং সামগ্রিক সমাজ কল্যাণের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta