আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি(১৮ মে) :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও ডাকাত সদস্য আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক ) কৃষ্ণ কুমার দাশ জানান, বুধবার রাত নয়টা ত্রিশ মিনিটের সময় গোপন সংবাদ পেয়ে সংঙ্গীয় ফোর্স সহ ইউনিয়নের করলিয়ামুরা বটতলী বাজারের পশ্চিম পার্শ্ব থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে মুইঅং পাড়া এলাকার গহীন বন থেকে লুকিয়ে রাখা দেশীয় অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তার আব্দুল হাকিম (২৫) করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মোঃ হোছন প্রকাশ জিলাপি মাহাছনের পুত্র। পুলিশ জানায় তার বিরুদ্ধে রামু, নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি সহ অর্ধ ডজন মামলা রয়েছে। তবে একটি মামলা ছাড়া বাকী মামলায় সে জামিনের রয়েছে।
নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ এএসএম তৌহিদ কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta