আব্দুল হামিদ,বাইশারী(৯ আগষ্ট) :: সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আয়োজনে বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুংরী হেডম্যান পাড়া হয়ে কারবারী এসোসিয়েশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে হেডম্যান কারবারী এসিসোয়েশন কার্যালয়ে এক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন চিংমামং কারবারী হেডম্যান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জে,এস,এস সভাপতি ও বিশিষ্ট আদিবাসীর নেতা মংমং মার্মা।
জে,এস,এস সাধারণ সম্পাদক মংনু মার্মার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেএসএস সভাপতি নিউলা মং মার্মা, জেএসএস নেতা সুমেন তংচংগ্যা, সোনাইছড়ি ইউনিয়ন জেএসএস নেতা থোয়াই ক্য চিং মার্মা, যুব নেতা উসাই মং মার্মা, উপজেলা আদিবাসী নারী নেত্রী উমেচিং মার্মা, আদিবাসী ছাত্র নেতা সুনন্দ তংচংগ্যা প্রমূখ।
বক্তরা সকলে বলেন, আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রাপ্ত হলেও ন্যয়সঙ্গত অধিকার থেকে এখনো বঞ্চিত হচ্ছে আদিবাসীর লোকজন।
উক্ত সমাবেশ থেকে আদিবাসীদের নায্য অধিকারও সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta