মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্যংছড়ি(১৬ মে) :: পৃথক দ’ুদিনের প্রশিক্ষণ কর্মশালায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল বলেছেন,সরকারের অগ্রধিকার প্রকল্পের একটি হলো একটি বাড়ি একটি খামার প্রকল্প। বর্তমান সরকার অদক্ষ দরিদ্র জনগোষ্টিকে মানব সম্পদে পরিনত করতে যে সব কর্মসূচি নিয়ে কাজ করছে তার অন্যতম এ প্রকল্প। এছাড়া আরো অনেক বিষয় এ প্রকল্পের আওতায় রয়েছে।
তিনি আরো বলেন,যেখানে দরিদ্র জনগোষ্টি সেখানেই একটি বাড়ি একটি খামার প্রকল্প। তাই এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম।
১৬ মে সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয়ের উদ্যোগে উপজেলা সদরস্থ নবমিতা ক্লাবে ২ দিন ব্যাপী পৃথক কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ প্রকল্পের আওতায় আরো যে সব কর্মকান্ড রয়েছে তার মধ্যে অন্যতম হলো: খাদ্য ও পুষ্টির চাহিদা পূরনের মাধ্যমে জীবনমান উন্নয়ন,উৎপাদন ও আয় বৃদ্ধি,কর্মসংস্থান এবং অংশীদারীত্বের ভিত্তিতে মূলধন গঠন সহ আরো নানা উপকারী কার্যক্রম।অনুষ্টানে সভাপতিত্ব করেন এ প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলার কো-অর্ডিনেটর মুহাম্মদ মহিউদ্দিন।
কর্মশালা ১৬ মে প্রথম দিন ৫০ জন আর ১৭ মে ৫০ জন মিলে মোট ১ শ’ জন দরিদ্র জনগোষ্টি এ প্রশিক্ষনে অংশ নিচ্ছেন। দ’ুদিনের প্রশিক্ষনে মাস্টার ট্রেইনার হিসেবে আছেন উপজেলা নিবার্হী অফিসার এসএম সরওয়ার কামাল,পল্লী ও সমবায় কর্মকর্তার প্রতিনিধি শাহ আলম ও প্রকল্পের কো-অর্ডিনেটর মুহ্াম্মদ মহিউদ্দিন ।
Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta