মো: জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি(৩১ ডিসেম্বর) :: সারাদেশের ন্যায় ২০১৭ সনের জেএসসি ও জেডিসি পরীক্ষায় নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া কচ্ছপিয়ায় ৩০ ডিসেম্বর (শনিবার) ঘোষিত ফলাফলে জেএসসিতে ছালেহ আহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয় এবং জেডিসিতে গর্জনিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা এগিয়ে।
নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩টি শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহন করে এর মধ্যে ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১৩০ জনের মধ্যে ১২৭জন অংশগ্রহন করে ১০৫ জন পাশ করে। তন্মোধ্যে ৫ জন (এ+) এবং ১৫ জন (এ)।
নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৯০ জন পাশ করে,এর মধ্যে ১৪ জন (এ) ।চাকঢালা জুনিয়র হাইস্কুল থেকে জেএসসিতে ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪০ জন পাশ করে এর মধ্যে ৬ জন (এ)।
অপরদিকে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্রে ২ টি বিদ্যালয় অংশগ্রহন করে এর মধ্যে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ১৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১১৮ জন । (এ) পেয়েছে ১০ জন।
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে ১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে, পাশ করেছে ৭৭ জন ২ জন (এ+) ও ৭ জন (এ) পেয়েছে। বাইশারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২ টি প্রতিষ্টানের মধ্যে বাইশারী উচ্চ বিদ্যালয়ে ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৬ জন পাশ করে এবং ১০ জন (এ+)।
অপরদিকে জেডিসি নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলূম ইনষ্টিটিউট দাখিল মাদরাসা কেন্দ্রে ৩ টি মাদরাসা জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে এর মধ্যে বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদরাসা থেকে ৫৩ জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে (এ+) পেয়েছে ৩ জন।
মহিউচুন্নহ দখিল মাদ্রাস থেকে ৩১ জন পরিক্ষর্থী অংশগ্রহণ করে পাশ করেন ২৪ জন। মদিনাতুল উলুম মাদরাসা থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে সবাই ১ জন (এ+)।
রামু উপজেলা গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩ টি মাদরাসা পরীক্ষায় অংশগ্রহন করে মধ্যে মৌলভীর কাটা আল্-গিফারী দাখিল মাদরাসা থেকে ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৫৬ জন (এ+) পেয়েছে ৩ জন (এ) পেয়েছে ৩০ জন।
গর্জনিয়া ফইজুল উলূম মাদরাসায় জেডিসি তে ৯১জন অংশগ্রহন করে ৯০ জন পাশ করে এর মধ্যে (এ+) পেয়েছে ৮ জন আর (এ) পেয়েছে ৪১ জন। গর্জনিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা থেকে ৯০ জন অংশগ্রহন করে ৮৯ জন পাশ করেন (এ+) পেয়েছেন ১০জন (এ) পেয়েছে ৪০ জন।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta