কক্সবাংলা ডটকম(২১ জুন) :: মুক্তির আগেই নতুন ইতিহাস গড়ছে সালমান খানের নতুন সিনেমা টিউবলাইট। ঈদ উপলক্ষে ২৩ জুন মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট।
১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পটভূমিতে ছবিতে নির্মাণ করেছেন বাজরাঙ্গি ভাইজানখ্যাত পরিচালক কবির খান। ছবিতে লকসমণ সিং নামে এক তরুণের ভূমিকায় অভিনয় করেছেন সালমান। তার বিপরীতে দেখা যাবে চীনা অভিনেত্রী জুজুকে।
চলছে ছবির জোর প্রচারণা। ভারতের গণ্ডি পেরিয়ে এরইমধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারের সামনেই শোভা পাচ্ছে ছবিটির বিশাল এক হোর্ডিং।
জানা গেছে বিখ্যাত এই বহুতল ভবনে প্রদর্শন করা হবে টিউবলাইট। এর মধ্য দিয়ে প্রথম হিন্দি ছবি হিসাবে নতুন এক ইতিহিাস গড়তে যাচ্ছে ছবিটি।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta